২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে সহিংসতায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্রে সংঘটিত সহিংসতায় নিহত তিন ব্যক্তির লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হচ্ছে। গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রমজান কাজী, সোহেল রানা ও মো. ইমন তালুকদার। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দিয়েছেন। তিনি বলেন, “গতকাল আদালতের আদেশ পাওয়ার পর আজ লাশ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে।”

পুলিশ সুপার আরও জানান, বুধবারের সহিংসতার পর থেকে এখন পর্যন্ত ৩১৩ জনকে আটক করা হয়েছে, তবে অনেককে প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, “বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জনগণ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে।”

গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্রে সংঘটিত সহিংসতায় চারজন নিহত হন। এ ঘটনায় পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যার প্রতিটিতে ১,৫০০ জন করে মোট ৬,০০০ জনকে আসামি করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ময়নাতদন্তের ফলাফল তদন্তে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top