২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তায় খেলাফত মজলিসের শোডাউন অবহেলিত জনপদের কাঙ্খিত উন্নয়ণ হলো আমাদের মূল লক্ষ্য: মুফতী আলী হাসান উসামা

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতী আলী হাসান উসামা বলেছেন, জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ বিভিন্ন দিক থেকে অবহেলিত ও পিছিয়ে রয়েছে, এই অবহেলিত জনপদের কাঙ্খিত উন্নয়ণ হলো আমাদের মূল লক্ষ্য। এ অঞ্চলের প্রাকৃতিক খনিজ সম্পদ দিয়ে সারা দেশ চলে অথচ এ অঞ্চল রয়েছে বিভিন্ন দিক থেকে পিছিয়ে। আগামীর বাংলাদেশে আর বৈষম্য চলবে না। শিক্ষা চিকিৎসা সহ সামাজিক অবকাঠামোর টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট জনপদ গড়ে তুলার দীপ্ত শপথ নিয়ে আমরা মাঠে নেমেছি। বিগত সময়ে ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় যেভাবে খেলাফত মজলিস অত্র অঞ্চলে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছে আগামীতেও যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। তিনি গত ২০ জুলাই রবিবার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় খেলাফত মজলিসের গণসংযোগ ও শোডাউন চলাকালে জৈন্তাপুর উপজেলা সদরে বটতলায় এক সমাবেশে উপরুক্ত কথাগুলো বলেন।
জেলা খেলাফত মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহসভাপতি এডভোকেট ফজর আলী, মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, সাবেক ছাত্র নেতা মাওলানা বিলাল আহমদ চৌধুরী, মহানগর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান , জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, গোয়ানঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফ উদ্দিন,  সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া,  জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা হাসান আহমদ, শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ রব্বানী, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি  মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, মাওলানা মাশুক আহমদ মঞ্জুর, মাওলানা দেলওয়ার হোসাইন, গোইনঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী। বিলাল আহমদ, মাওলানা আব্দুল্লাহ মাশুক, যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কারী মাওলানা আখলাক হুসাইন, সেক্রেটারি কেএম মনসুর আহমদ। খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার প্রচার সম্পাদক তানজিল হোসাইন। আমিরুল ইসলাম আমীন, মারজানুল আযহার জুনেদ। মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা ফখরুল আমীন।
এর আগে নেতৃবৃন্দ হরিপুর বাজার মাদরাসা ও হেমু মাদরাসায় উলামায়ে কেরামের সাথে সৌজন্য সাক্ষাত ও বুজুর্গদের কবর জিয়ারত করেন। বিকালে জাফলং মামার দোকান, হাকুর বাজার ও গোয়ানঘাট সদরে পথ সভায় অংশগ্রহণ করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top