শাহিন, মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলাধীন আরুয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো: সুরুজ মিয়ার বিরুদ্ধে উঠেছে চাঁদা ও অর্থ আত্মসাৎের অভিযোগ। এলাকা সুত্রে জানা যায়
(১) লাইলী (২) সালমা (৩) আফসানা (৪) শেফালী (৫) ময়না (৬) সুমি (৭) কুলসুন (৮) সেলিনা (৯) রিতা (১০) শিল্পী (১১) অজিফা (১২) আসমা সর্বসাং বাউলীকান্দা, ০৯ নং ওয়ার্ড, ভিডব্লিউনি অন্তর্ভুক্তির জন্য প্রত্যেকে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা করে আরুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সুরুজ মিয়ার নিকট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাদেরের সম্মুখে জমা দেয়, যা বিভিন্ন জায়গায় খরচ হবে বলে তাদেরকে জানিয়েছে।
বারো জনে সর্বমোট (৫০০০×১২)=৬০,০০০/-(ষাট হাজার) টাকা প্রদান করেছেন। এছড়াও উক্ত ০৮ নং ওয়ার্ডের মোঃ মনির পিতা-লুৎফর রহমান, খালেক পিতা- ওয়াহেদ আলী, নিকট থেকে ৫,০০০/= (পাঁচ হাজার) করে নেওয়ার তথ্য মোঃ মোতালেব সাং বাউলীকান্দার নিকট হতে জানা যায়।
এছাড়াও আরুয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড নিবাসী মোঃ ছিদ্দিক মোল্লা, পিতাঃ মৃত ইমান মোল্লার নিকট হতে ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা কৃষি কার্ড করে দেবার কথা বলে সুরুজ হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে কৃষকের জন্য বরাদ্দকৃত সার ও বীজ বিভিন্ন নামে বেনামে তুলে বিক্রি করার অভিযোগ রয়েছে এবং জেলে কার্ডের চাল ভাগ বাটোয়ারা করে নিয়ে বিক্রি করার অভিযোগও রয়েছে।
এছাড়া ০৭ নং ওয়ার্ডের ইউছুফ আলী, পিতাঃ মৃত- বিরাম (ইউসুফ) এর বড় ছেলে ইসমাইল এর মামলার চার্জ শীটে শিবালয় থানা হতে নাম কাটানোর অজুহাতে ২৯,০০০/= (উনত্রিশ) হাজার টাকা হাতিয়ে নিয়েছে তার তথ্য পাওয়া গিয়েছে।
মোঃ শাজাহান, পিতঃ মৃত- শুকচান, সাং- শালজানা, মামলার চার্জশীটে নাম কাটানোর কথা ৫০.০০০/= (পঞ্চাশ) হাজার টাকার দাবী করেন এবং নগদ ৮,০০০/= (আট) হাজার টাকা গ্রহন করেন।এছাড়াও মোঃ হারেজ, পিতাঃ-মৃত- হরাই ওয়ার্ড নং ০৭ বিএনপির ত্যাগী কর্মী এর নিকট তার বাড়ী বালু ভরাট এর জন্য চাদা দাবী করে।