২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুরায় মোঃ মোতালেব হোসেনের উদ্যোগে এতিমখানায় চাউল বিতরণ

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব হোসেনের নিজ অর্থায়নে নিজ উদ্যোগে  রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এতিমখানায় চাউল বিতরণ করা হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে ভাঙ্গুড়া কালিবাড়ি জামিউল উলুম এতিমখানা মাদ্রাসায় দুই বস্তা, রামচন্দ্রপুর এতিমখানা মাদ্রাসায় এক বস্তা, পার ভাঙ্গুড়া এতিমখানা মাদ্রাসায় এক বস্তা এবং একজন হতদরিদ্র ব্যক্তিকে এক বস্তা চাউল প্রদান করা হয়।

চাউল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ শিকদার, সাংগঠনিক সম্পাদক সজীব ইসলাম, বিএনপি নেতা মো. সরপু প্রধান, পৌর শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি মো. জহুরুল ইসলাম, যুব নেতা রবিউল ইসলাম, এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার থাকছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top