নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের জন্য সরকারি চাকরিতে বিশেষ কোনো কোটা রাখা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেওয়া হবে, তবে আলাদা কোটা ব্যবস্থা থাকবে না।”
উপদেষ্টা জানান, পুনর্বাসন কর্মসূচির আওতায় হতাহতদের পরিবারকে প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “ফ্ল্যাট বা চাকরি কোটা দেওয়ার পরিবর্তে আমরা টেকসই পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছি। যার যার দক্ষতা অনুযায়ী পশুপালন, হাঁস-মুরগি খামারসহ বিভিন্ন উপায়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হবে।”
মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই যোদ্ধাদের সমকক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদান সম্পূর্ণ ভিন্ন ও মহান। তাদের সাথে এ তুলনা চলে না।”
গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের জন্য সরকারের এই সিদ্ধান্ত নাগরিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পদক্ষেপ জুলাই আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।