২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উত্তরার বিমান দুর্ঘটনায় ২৭ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ২৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে আহতদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “নারী ও শিশুসহ সকল দগ্ধ রোগীর অবস্থা আশঙ্কাজনক। আমাদের বিশেষ চিকিৎসা দল অবিরত কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন যে এখনও নতুন আহতদের হাসপাতালে আনা হচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি দেড়টার দিকে স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ স্কুলের হায়দার হল ভবনে পড়ে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “ক্লাস শেষে বের হওয়ার সময় ক্যান্টিনের কাছে বিকট শব্দ শুনে দেখি চারদিকে আগুন ও ধোঁয়া।” স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে বহু আহতকে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করে তাদের চিকিৎসা তদারকি করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top