মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
মাদকবিরোধী সামাজিক আন্দোলনে মসজিদের ইমামদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আলোচনা সভা। সোমবার (২১জুলাই) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারীর সহযোগিতায় এ সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।
তিনি বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। ইমামগণ সমাজের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—তাদের কণ্ঠে উচ্চারিত একটি বার্তাও অনেককে সচেতন করতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলম। তিনি বলেন, “ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। ইসলাম মাদককে হারাম ঘোষণা করেছে, যা জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব ইমামদের।”
আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষকেরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, সমাজে মাদকের ভয়াবহ বিস্তার রোধে ধর্মীয় অনুশাসন ও সামাজিক মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়—প্রতি শুক্রবার জুমার নামাজের আগে সংক্ষিপ্তভাবে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী জনসচেতনতা জোরদার হবে বলে মত দেন আয়োজকরা।