মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবির চৌধুরী শুভ, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম প্রমুখ।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাই।”
বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। জনগণ এসব ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেবে।