মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলায় হাল চাষের ট্রাক্টর পুকুরে উল্টে পড়ে আসলাম নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) ভোর ৫টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া চাকদাবাশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিব (৩৫) টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বালিয়া উত্তরপাড়া গ্রামের নওজেশ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর পাঁচটার দিকে হাল চাষ করতে গেলে ট্রাকটারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই ট্রাক্টর এর মালিক ও চালক আসলাম হাবিবের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ডিমলা উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আসলাম হাবিবের লাশ উদ্ধার করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। আসলাম হাবিবের লাশ ময়না তদনের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।