নিজস্ব প্রতিনিধি:
উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। রয়টার্স, এপি, বিবিসি, গালফ নিউজসহ বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে গুরুত্বের সাথে উপস্থাপন করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।” মার্কিন সংবাদ সংস্থা এপি নিহতের সংখ্যা ১৬ বলে জানালেও আহতদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেছে।
বিবিসি তাদের প্রতিবেদনে নিহত ১৯ এবং আহত শতাধিকের কথা জানিয়েছে। ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডে বিমানটিকে চীনা তৈরি এফ-৭ যুদ্ধবিমান হিসেবে চিহ্নিত করে এর প্রশিক্ষণ মিশন চলাকালীন দুর্ঘটনার বিবরণ দিয়েছে।
মধ্যপ্রাচ্যের গালফ নিউজ এবং মালয়েশিয়ার দ্য স্টার তাদের প্রতিবেদনে উদ্ধারকারী দলের তৎপরতা এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া তুলে ধরেছে। নিউজ উইক, সানডে এক্সপ্রেস এবং এনডিটিভির মতো আন্তর্জাতিক মাধ্যমগুলো এই ঘটনাকে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
গণমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশে বিরল এবং এটি নিরাপদ আকাশপথ নিশ্চিতকরণে নতুন করে ভাবনার উদ্রেক করেছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।