নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের নারী ফুটবল দল সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ম্যাচের নায়ক ছিলেন ফরোয়ার্ড সাগরিকা, যিনি একাই চারটি গোল করে দলকে জয় এনে দেন।
ম্যাচ শুরুর সাত মিনিটেই পূজা দাসের পাস থেকে প্রথম গোল করেন সাগরিকা। দ্বিতীয়ার্ধে তিনি আরও তিন গোল করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। ৫১ মিনিটে উমেহলার সঠিক পাসে দ্বিতীয় গোল, ৫৬ মিনিটে চিপ শটে তৃতীয় এবং ৭৭ মিনিটে মুনকির দারুণ বল কাটিয়ে চতুর্থ গোল করেন এই ফরোয়ার্ড।
গত আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় সাগরিকা এই টুর্নামেন্টে তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ঝড় তুলেছিলেন। তার এই অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক মিলি ১৯ মিনিটে নেপালের সুকরিয়া মিয়ার শক্তিশালী হেড শট দারুণভাবে ঠেকিয়ে দেন। বাংলাদেশের রক্ষণ ও মধ্যমাঠের খেলোয়াড়রা সমন্বিতভাবে খেলে নেপালকে কোনো গোল করার সুযোগই দেননি।
এই জয়ে বাংলাদেশ নারী ফুটবলে আঞ্চলিক আধিপত্য আরও সুদৃঢ় করেছে। দলের কোচ গোলাম রাব্বানি চৌধুরী বলেন, “মেয়েরা অসাধারণ পারফরম্যান্স দিয়েছে। সাগরিকার মতো খেলোয়াড়দের জন্য বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।”
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাগরিকা, যিনি মাত্র তিন ম্যাচে সাত গোল করে শীর্ষ গোলদাতাও হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলের সাফল্যে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছে।