নিজস্ব প্রতিনিধি:
পাকিস্তান সরকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সরকারিভাবে জারি করা এক বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ঢাকার স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় অল্পবয়সী শিশুসহ বহু প্রাণহানিতে আমরা মর্মাহত। বাংলাদেশ সরকার ও শোকসন্তপ্ত পরিবারদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত শোকবার্তায় উল্লেখ করেন, “এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে এই দুঃসময়ে পাকিস্তান দাঁড়িয়েছে।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও ১৫০ এর বেশি আহতের খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
পাকিস্তানের বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, “শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক ঘটনায় শিশুহত্যা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।” তারা বাংলাদেশ সরকারের তদন্ত প্রক্রিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তায় গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে নিয়োজিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক দেশ শোকবার্তা পাঠিয়েছে, যেখানে পাকিস্তানের বার্তাটি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।