২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক: এনসিপির পদযাত্রা কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। মঙ্গলবার (২১ জুলাই) লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাহবুব আলম জানান, “আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি পুনরায় নির্ধারণ করা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে এনসিপি আহতদের জন্য মেডিকেল টিম ও অন্যান্য সহায়তা প্রদান করছে এবং সরকারের কাছে সকল আহতের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেনসহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় শোকের এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্তটি মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top