নিজস্ব প্রতিনিধি:
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে পতিত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ সরকার মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত। এ কারণে মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার্থে মঙ্গলবার দেশের সব মসজিদে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে স্কুল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত ছিল অসংখ্য স্কুলশিক্ষার্থী। প্রাথমিক হিসাবে এ ঘটনায় ব্যাপক সংখ্যক হতাহতের খবর পাওয়া গেছে।