নিজস্ব প্রতিনিধি:
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ ও বিমানবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে তৌকির ইসলামকে সামরিক মর্যাদায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে সম্মান জানানো হয়।
তৌকিরের মামা রফিকুল ইসলাম জানান, ঢাকায় প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। সেখানে উপশহর ঈদগাহ মাঠে দ্বিতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয় এবং বিকালে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই সপুরা গোরস্থানে তার কবর প্রস্তুতির কাজ শুরু হয়েছিল।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। তৌকির ইসলাম ছিলেন বিমানবাহিনীর একজন মেধাবী পাইলট, যিনি দায়িত্ব পালনকালে প্রাণ হারান। তার মৃত্যুতে সামরিক বাহিনী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।