২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের বিক্ষোভ: সচিবালয় ফটক ভেঙে ভেতরে ঢুকলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি:

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণার প্রতিবাদে তারা এ বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা শিক্ষা সচিবেরও পদত্যাগ দাবি করেছেন।

বিক্ষোভ শুরু হয় সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে। এক পর্যায়ে শিক্ষার্থীরা একটি গেইট ভেঙে ভেতরে প্রবেশ করেন, যেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর আগে বেলা দেড়টার দিকে তারা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে সচিবালয়ের দিকে যাত্রা করেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, মিরপুর বাংলা কলেজ, কমার্স কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও মিরপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।

সিটি কলেজের শিক্ষার্থী তানভীর বলেন, “গতকালের ভয়াবহ ঘটনার পরও সময়মতো পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটায় ঘোষণা আসায় অনেকেই খবর পায়নি। সকালে পরীক্ষা দিতে গিয়ে তারা বিপাকে পড়েছেন। এটি স্পষ্ট দায়িত্বহীনতা।”

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মাহমুদুল হাসান আরেফিন বলেন, “প্রশ্নপত্রে ভুল, দায়িত্বে অবহেলা—এসব কারণে আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাইছি। সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া উচিত।”

উল্লেখ্য, উত্তরায় বিমান দুর্ঘটনার পর গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে দেরিতে ঘোষণা আসায় অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা ব্যাপক বিক্ষোভ শুরু করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top