২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরস্থানের জায়গা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সমাহিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার নিহতদের কবর দেওয়ার জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা বরাদ্দের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নিহতদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এই কবরস্থানকে বিশেষভাবে সংরক্ষণ করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রদত্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন।

হাসপাতালভিত্তিক হতাহতের পরিসংখ্যানে দেখা গেছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন নিহত ও ৪৬ জন আহত, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ জন নিহত ও ২৮ জন আহত এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন নিহত ও ৬০ জন আহত রয়েছেন। এছাড়া কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা লুবনা জেনারেল হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রেও আহতদের চিকিৎসা চলছে।

প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা প্রদান এবং ঘটনার তদন্ত সম্পন্ন করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top