২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন কলেজে ৯ ঘণ্টা আটকা থেকে বের হলেন দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতিতে প্রায় ৯ ঘণ্টা আটকা পড়েছিলেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা, যা শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের মুক্তিতে শেষ হয়।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, উপদেষ্টারা ক্যাম্পাস পরিদর্শন শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে তাদের ঘিরে ফেলে। এ অবস্থায় নিরাপত্তার খাতিরে তারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় অবস্থিত কনফারেন্স রুমে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের মধ্য থেকে ৫-৭ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন তারা।

এদিকে উপদেষ্টাদের ভবনে অবস্থানের খবর ছড়িয়ে পড়তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হয়ে ৫ নম্বর ভবন ঘিরে বিক্ষোভ শুরু করেন। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতে বেলা সাড়ে তিনটার দিকে উপদেষ্টারা প্রথমবারের মত বের হওয়ার চেষ্টা করলেও দিয়াবাড়ি মোড়ে আবারও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন। বিকেল ৫টা ৫২ মিনিটে তাদের গাড়িবহর পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে আসতে বাধ্য হয়।

অবশেষে সন্ধ্যায় পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ে তারা মেট্রোরেল ডিপো সংলগ্ন রাস্তা দিয়ে নিরাপদে স্থান ত্যাগ করতে সক্ষম হন। এ পুরো ঘটনাজুড়ে কলেজ ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল, যা বিমান দুর্ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের অসন্তোষেরই প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top