নিজস্ব প্রতিনিধি:
দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমানবাহিনী ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিমানবাহিনী প্রধান বলেন, “দুর্ঘটনাস্থলে চলমান অশান্তি অত্যন্ত দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছু নেই। আমরা সবাই দেশের মানুষ।” তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুজব ছড়িয়ে এই প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
হতাহতদের বিষয়ে সর্বশেষ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলে জানান তিনি। বিমানের রক্ষণাবেক্ষণ প্রসঙ্গে বিমানবাহিনী প্রধান ব্যাখ্যা করেন, “প্রতিটি বিমানের একটি নির্দিষ্ট লাইফ টাইম থাকে। বিমানের বয়স নয়, রক্ষণাবেক্ষণই মুখ্য বিষয়। আমাদের বিমানগুলো নিয়মিত ভালোভাবে মেরামত করা হয়। প্রযুক্তি পুরনো হতে পারে, কিন্তু বিমানগুলো পুরনো নয়।”
উত্তরায় বিমান দুর্ঘটনার তদন্ত প্রসঙ্গে তিনি জানান, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার সত্যতা নির্ণয় করে কোন ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নেবে। নিহত পাইলট তৌকির ইসলাম সম্পর্কে তিনি বলেন, “তিনি বিমানটি একটি খালি জায়গায় নামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন।”
বিমানবাহিনী প্রধান দেশের এই কঠিন সময়ে প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, ফায়ার সার্ভিস কর্মী, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সকলের সমন্বিত প্রচেষ্টাই এই সংকট মোকাবিলায় প্রধান শক্তি।”