নিজস্ব প্রতিনিধি:
দেশের চার প্রধান রাজনৈতিক দল – বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে এ ঘোষণা দেন দলীয় নেতারা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “ফ্যাসিবাদ যেখানেই দেখা দেবে, সেখানেই আমরা সম্মিলিতভাবে তা মোকাবিলা করব।” তিনি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পূর্ণ চিকিৎসা নিশ্চিত করার দাবি তোলেন। ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। তাহের জানান, “পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা অবনতি ও গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে। গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।” তিনি সরকারকে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।
নির্বাচন প্রসঙ্গে তাহের বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। গত নির্বাচনের মতো সুষ্ঠু প্রক্রিয়ায় সরকার গঠিত হলে তা দেশের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে।” তিনি সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের হামিদুর রহমান আযাদ, এনসিপির নাহিদ ইসলাম ও ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকনসহ শীর্ষ নেতারা। তবে বিএনপি ও এনসিপি পক্ষ থেকে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদের সমন্বিত প্রচেষ্টার কথা উল্লেখ করে দলগুলোর সহযোগিতা কামনা করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। নেতারা সরকারের সঙ্গে কাজ করে দেশের বর্তমান সংকট কাটিয়ে উঠতে ঐকমত্য প্রকাশ করেছেন।