২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অধিকার আদায়ে আমদের নিজেদের ভূমিকা রাখতে হবে: মুফতি আলী হাসান ওসামা

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:

আমরা আমাদের অধিকারের কথা ভুলে গিয়েছি। তাই আমাদের অধিকারের কথা বলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষ। বারবার আমরা তাদের সুযোগ দিয়েছি আর প্রত্যেকবারই ওরা আমাদের ধোঁকা দিয়েছে।

অথচ মূমীনতো একই গর্তে একাধিক বার ছোবল খাওয়ার কথা না! আর কতকাল আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকব? তাই আমাদের অধিকার আদায়ে নিজেদের ভূমিকা রাখতে হবে। সিলেট-৪ আসন যেহেতু ইসলাম প্রিয় মানুষের আবাসন তাই এখান থেকে সংসদে একজন আলেম প্রতিনিধি পাঠানো আমাদের কর্তব্য।

এতে করে আমরা আমাদের অধিকার ফিরে পাব ইনশাআল্লাহ। খেলাফত মজলিসএর কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান ওসামা গোয়াইনঘাটের কুপার বাজার আল-মদিনা ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার খবর নেয়া। জানা যায় এরপর কর্মসূচির মধ্যে রয়েছে লেংগুড়া ইউনিয়নের গুরকচি বাজারে স্থানীয় দায়িত্বশীলদের সাথে দায়িত্বশীল সমাবেশ এবং ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার, ডৌবাড়ী বাজার ও নিহাইন বাজারে গণসংযোগ এবং সর্বশেষ দাতারি মাদ্রাসায় ইসলাহি মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ হবে।

মঙ্গলবার (২২জুলাই) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার মুহতামিম ও খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা বিলাল আহমদের সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা শামসুল হকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া। মাহফিলে পুরুষদের পাশাপাশি পর্দার অন্তরালে কয়েক শতাধিক মহিলাদের অংশগ্রহণ ছিল

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top