মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীন মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি উপস্থাপনকে কেন্দ্র করে গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল।অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তাঁর শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়।শুরুতেই গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, “উপস্থাপিত গবেষণা প্রকল্পগুলো সময়োপযোগী ও প্রাসঙ্গিক। সম্পদ ব্যক্তিদের পরামর্শ অনুসরণ করে এসব গবেষণা উন্নত জার্নালে প্রকাশ সম্ভব হবে।”
সেমিনারে মোট ২৪টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮টি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫টি, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯টি এবং পরিসংখ্যান বিভাগের ২টি গবেষণা প্রকল্প রয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। সম্পদ ব্যক্তি (রিসোর্স পার্সন) হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট-এর পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল বাতেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আরশাদ আলী। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।
এছাড়াও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এমন উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও কার্যকর ও গুণগতমানসম্পন্ন হবে বলে জানান অংশগ্রহণকারীরা।