মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) অনুষ্ঠিত এই অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযান চলাকালে একটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে একটি হর্ণ জব্দ করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
অভিযানের অংশ হিসেবে অন্যান্য চালকদেরও হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং যানবাহনে স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।