মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার পুরাতন রেলস্টেশন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. পাপ্পু মিয়া (২৮) ও মো. বুলবুল ইসলাম (৪২)। তারা দুজনই মৃত রফিকুল ইসলামের ছেলে ও একই এলাকার বাসিন্দা।
অভিযানে আসামিদের ঘরের শয়নকক্ষে থাকা একটি স্টিলের ট্রাঙ্ক থেকে কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ১৬৫ পিস ইয়াবা (বাজারমূল্য প্রায় ৬৬,০০০ টাকা), সাদা পলিথিনে মোড়ানো ২ গ্রাম হেরোইন (মূল্য ২০,০০০ টাকা) এবং কর্কযুক্ত বোতলে রাখা ১০০ মিলিলিটার ফেনসিডিল (মূল্য ২,০০০ টাকা)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ করা হয় এবং আসামিদের হাতেনাতে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার বিষয়ে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা (নম্বর-২১, তারিখ ২২/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান জানান, জেলার প্রতিটি কোণ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।