২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলা পরিষদের আয়োজনে দোয়া কাঁদছে হৃদয় -মাইলস্টোন ট্রাজেডি’র শোক!

জাকির হোসেন হাওলাদার দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) আসর নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক,দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক-মো: সাইফুল আলম মৃধা, এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও মুসল্লিরা অংশ নেন।

উক্ত ‎দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা এ প্রতিনিধি কে- জানান,ভয়াবহ এই দুর্ঘটনায় সারা দেশের মানুষ যেমন মর্মাহত, তেমনি দুমকি উপজেলার মানুষও ব্যথিত।কোমলমতি

শিক্ষার্থীদের এমন মৃত্যু কখনোই মেনে নিতে পারি না আমরা। নিহতদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই আয়োজন।

উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ বিমান দূর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছে বলে আইএসপিআর সূত্র মতে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।এখনো, বেশ কিছু শিক্ষার্থীদের খোঁজ পেলেনি এমনটা জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top