জাকির হোসেন হাওলাদার দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আসর নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক,দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক-মো: সাইফুল আলম মৃধা, এছাড়াও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও মুসল্লিরা অংশ নেন।
উক্ত দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা এ প্রতিনিধি কে- জানান,ভয়াবহ এই দুর্ঘটনায় সারা দেশের মানুষ যেমন মর্মাহত, তেমনি দুমকি উপজেলার মানুষও ব্যথিত।কোমলমতি
শিক্ষার্থীদের এমন মৃত্যু কখনোই মেনে নিতে পারি না আমরা। নিহতদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই আয়োজন।
উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ বিমান দূর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছে বলে আইএসপিআর সূত্র মতে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।এখনো, বেশ কিছু শিক্ষার্থীদের খোঁজ পেলেনি এমনটা জানা গেছে।