নিজস্ব প্রতিনিধি:
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ সম্পূর্ণ ধসে পড়ায় বাংলাদেশ ৮ রানের জয় তুলে নেয়। ১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান টপ অর্ডারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে, যার তীব্র সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী।
বাসিত আলী পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানদের রান (৮, ১, ০, ৯, ০, ০, ১৩) কে ব্যঙ্গ করে বলেন, “এটাকেই কি তোমরা নতুন ট্যালেন্ট বলো?” তিনি বাংলাদেশের ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করে যোগ করেন, “বাংলাদেশ ১৩৩ রানকে যেভাবে ডিফেন্ড করেছে তা অসাধারণ ছিল। এই জয় তাদের একদম প্রাপ্য।”
পাকিস্তানের আধুনিক ক্রিকেটের দাবিকে চ্যালেঞ্জ করে বাসিত বলেন, “২০০ রানের কথা বলেছিল, ভয়হীন ক্রিকেটের কথা বলেছিল – সব কোথায় গেল? টস জিতেও ম্যাচ হারা হলো!” তবে ফাহিম আশরাফ (৪৫) ও লোয়ার অর্ডারের লড়াইকে স্বীকৃতি দেন তিনি, যদিও মন্তব্য করেন “পাকিস্তান ৩০ রানে হারার যোগ্য ছিল।”
বাংলাদেশের পারফরম্যান্স সম্পর্কে বাসিতের মূল্যায়ন ছিল, “এটা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। জাকের আলীর ৫৫ রান ও মাহেদীর ৩৩ রান ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।” তার মতে, বাংলাদেশের এই জয় পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় আয়না হিসেবে কাজ করেছে।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে, যা পাকিস্তান ক্রিকেটে নতুন করে প্রশ্ন তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।