২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্র্যাজেডি: নিখোঁজদের শনাক্তকরণে ডিএনএ নমুনা সংগ্রহের আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট পরিবারগুলোকে মালিবাগের সিআইডি ভবনে ডিএনএ নমুনা প্রদানের জন্য জরুরি অনুরোধ জানিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এক বিবৃতিতে প্রকাশিত তালিকায় অনুপস্থিত নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সহযোগিতা কামনা করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সিএমএইচ মর্গে সংরক্ষিত ছয়টি লাশের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব লাশ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিদের তালিকাভুক্ত মাত্র একটি পরিবার এ পর্যন্ত ডিএনএ নমুনা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডা. সায়েদুর রহমান জোর দিয়ে বলেন, “সমস্ত সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা গেলে দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে নিহতদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হবে। এই মানবিক কাজে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।”

স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষ দ্রুততম সময়ে শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করার আশ্বাস দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top