মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মরহুমার সমাধিস্থলে গিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পুলিশ সুপার মরহুম শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান; জলঢাকার উপজেলা নির্বাহী অফিসার মো. জায়িদ ইমরুল মোজাক্কিন; জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাহরিন চৌধুরীর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন চৌধুরী। ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন তিনি। এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।