মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে চালতা, বকুল, অর্জুন, হরতকি, আমড়া, আমলকি, কৃষ্ণচূড়া, চিত্রাসী, কাঠ বাদামের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
বুধবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের রাজবাড়ী প্রতিনিধি অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ নুরুজ্জামান। এসময় সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বিজন কুমার বোস, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু মুসা বিশ্বাস, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রাজবাড়ী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুর রহিম মোল্লা, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সাবেক কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজিদ হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, সদস্য কামাল হোসেন, জেলা উদিচির সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, প্রতিদিনের বাংলাদেশের রাজবাড়ী প্রতিনিধি শাখাওয়াত হোসেন, সকালের শিরোনামের রাজবাড়ী প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ সহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।