নিজস্ব প্রতিনিধি:
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বুধবার স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, ঘটনাস্থলে সেনাবাহিনী দ্রুততম সময়ে সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে সাড়া দিয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, “আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস নেই। আমি ব্যক্তিগতভাবে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।”
আইএসপিআর প্রধান গণমাধ্যমের সামনে দৃঢ় অবস্থান নিয়ে জানান, যে কোনো সংবাদ মাধ্যম চাইলে এই ঘটনা সম্পর্কে স্বাধীন তদন্ত করতে পারবে। তিনি বলেন, “সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা স্থান পরিদর্শনের জন্য আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বাত্মকভাবে সহায়তা করতে প্রস্তুত।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে সতর্ক করে বলেন, “মৃত্যুর সংখ্যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা অনেকেই না বুঝে বিশ্বাস করছেন।” আইএসপিআর প্রধান এই পরিস্থিতিতে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর থেকে তদন্ত প্রক্রিয়া এবং হতাহতের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আইএসপিআর প্রধানের এই বক্তব্যে ঘটনাটি নিয়ে স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে।