নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরের এক পথসভায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন। বুধবারের এই সমাবেশে তিনি অভিযোগ করেন, “স্বাস্থ্য উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এই পদ পেয়েছেন, যার চিকিৎসা বা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞান নেই। তিনি সরকারি টাকায় গাড়ি চড়ে সিঙ্গাপুরে নিজের চিকিৎসা করান, যা জনগণের প্রতি বেইমানি।”
হাসনাত উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকারের সমালোচনা করে বলেন, “এই বিমান শেখ হাসিনার আমলে দুর্নীতির মাধ্যমে কেনা হয়েছিল। বিমানবাহিনীর নিরাপত্তা সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন তোলা উচিত।” তিনি দাবি করেন, “আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিচ্ছে, যা আমরা কঠোরভাবে প্রতিহত করব।”
এনসিপি নেতা সারজিস আলম জুলাই মাসের শহীদদের স্মরণ করে বলেন, “শহীদ পরিবারগুলোর চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু এখনো ন্যায়বিচার পায়নি। হাসিনা ও সংশ্লিষ্টদের বিচার দাবি করছি।” কর্মসূচির অংশ হিসেবে নেতারা প্রথমে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে স্বজনহারাদের কান্নায় সমাবেশ আবেগাপ্লুত হয়ে ওঠে।
উত্তরার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোক র্যালি বের করে এনসিপি, যা হাজীগঞ্জের শহীদ আজাদ চত্ত্বর পর্যন্ত বিস্তৃত ছিল। এই সমাবেশে সরকারের স্বাস্থ্য ও নিরাপত্তা নীতির কঠোর সমালোচনা করা হয়, পাশাপাশি বিমান দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। নেতারা শেষে কুমিল্লার দিকে যাত্রা করেন, যেখানে তাদের এই প্রচারণা অব্যাহত থাকবে।