নিজস্ব প্রতিনিধি:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বুধবার তার সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয়ভরা সমবেদনা। এই মর্মান্তিক ঘটনায় বহু শিশুর প্রাণহানি এবং শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সকলকে স্তব্ধ করে দিয়েছে।”
প্রধানমন্ত্রী আনোয়ার বিশেষভাবে শিক্ষিকা মাহেরিন চৌধুরীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক সমবেদনা জানাবেন বলেও ঘোষণা দেন।
সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে। আহতের সংখ্যা ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই শিশু। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নাফি নামে আরেক ছাত্রের মৃত্যু ঘটে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, “এই দুঃসময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই-বোনদের পাশে আছে। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।” তার এই শোকবার্তা বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।