নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে বুধবার দুপুরে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে আসা ট্রেনটি জয়দেবপুর স্টেশনে প্রবেশকালে হোম সিগন্যাল ক্রস করার পর ইঞ্জিনের চারটি চাকা লাইন থেকে সরে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ট্রেনটির গতি কম থাকায় এটি অল্প দূরত্ব গিয়েই থেমে যায়। এসময় যাত্রীরা দ্রুত নিরাপদে ট্রেন থেকে নামতে সক্ষম হন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লাইনচ্যুত হওয়ার কারণে চার নম্বর লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ইতিমধ্যে জয়দেবপুর থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।
রেলওয়ে কর্মকর্তারা দ্রুত লাইন পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন এবং শিগগিরই পুরোপুরি স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন।