২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৯, আশঙ্কাজনক ৩

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের ইটভাটা মোড় (বসুনিয়া মোড় সংলগ্ন) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা ‘সোনার তরী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করা হয় এবং তা এখনো চলমান। এছাড়া মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও থানা পুলিশ একযোগে কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top