মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অন-অগ্রসর জনগোষ্ঠীদের ভাগ্য উন্নয়নে বিনামূল্যে ছাগল পালনের উপর দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে বালিয়াকান্দি চেয়ারম্যানের মোড় লিয়াজো অফিস রাজিয়া ভেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএন এফ) এর অর্ধায়নে ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে অন-অগ্রসর জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে ছাগল বিতরন কর্মসূচীর উপর দিন ব্যাপী রিফ্রেসাস প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়।
২২ জন অন-অগ্রসর জনগোষ্ঠীদের নিয়ে কি ভাবে ছাগল পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ,খাদ্য ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ করেন। আর এর উপর প্রশিক্ষন প্রদান করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেন, প্রশিক্ষনে সহযোগিতা করেন, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, সমন্বিত প্রমিলার মুক্তি প্রচেষ্টার, সাধারণ সম্পাদিকা মোছাঃ তানিয়া বেগম উপস্থিত ছিলেন।
অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে ২ টি করে ছাগল পান এবং এই ছাগল পালনে ছাগল বড় হবে, বাচ্চা দেবে, এবং এর থেকে বংশ বৃদ্ধি করে, সংসারের অভাব দুর করবে এই স্বপ্ন /আশা নিয়ে ছাগল পালনে আগ্রহী হয়ে উঠবে।
প্রশিক্ষন শেষে সকল প্রশিক্ষনার্থীরা বিমান দূর্ঘটনায় মাইলস্টোন ট্রাজেডিতে নিহত সকলের প্রতি শোক প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থতাকামনায় ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করেন।