নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই বৈঠকে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি পুনর্মূল্যায়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত সোমবার উত্তরায় সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং ১৬৫ জনের বেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এই ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমবেদনা ও সহমর্মিতার ঢল নেমেছে।
বিমানবাহিনী প্রধান এর আগে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছিলেন, “আমাদের পাইলট তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটি একটি খালি স্থানে নামানোর জন্য।” প্রধান উপদেষ্টার সাথে আজকের এই বৈঠক দুর্ঘটনার তদন্ত ও ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সমন্বিত নীতিনির্ধারণের ইঙ্গিত বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।