২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নৌবাহিনীর সাহসী উদ্ধার: ইঞ্জিনবিকল ট্রলারে আটকে পড়া ১৮ জেলে নিরাপদে ফিরলেন

নিজস্ব প্রতিনিধি:

গভীর সমুদ্রে ইঞ্জিনবিকল হয়ে চারদিন ধরে ভেসে বেড়ানো এক ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ মহেশখালী থেকে ২৫ মাইল পশ্চিমে ‘হাবিবা’ নামক মাছধরার ট্রলারটি ভাসমান অবস্থায় খুঁজে পায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ট্রলারের জেলেরা নৌজাহাজকে দেখে জরুরি সংকেত দিলে নৌসদস্যরা দ্রুত সাড়া দেন। জেলেদের কাছ থেকে জানা যায়, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা চারদিন ধরে সমুদ্রে আটকে ছিলেন এবং তাদের খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে গিয়েছিল। নৌবাহিনী জেলেদের তাৎক্ষণিকভাবে খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করে।

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলেদেরকে কুতুবদিয়া এলাকায় নিরাপদে পৌঁছে দেন। উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন এবং নৌবাহিনীর এই সাহসী উদ্যোগের জন্য তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনায় নৌবাহিনীর তৎপরতা বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানে তাদের সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top