মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার ইসলামপুর গ্রামে বিয়ের বাড়িতে রাজমিস্ত্রির ছদ্মবেশে ঢুকে পরিকল্পিত ডাকাতির ঘটনায় মূল হোতা শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শান্ত (২০) ঘটনার আগের তিন দিন ওই বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে অবস্থান করছিল—আর সেখান থেকেই শুরু হয় ভয়ংকর ছক।
গত ২০ জুলাই ২০২৫ তারিখ ছিল বিধান কুমার রায়ের মেয়ের বিয়ে। তবে আনন্দের বদলে সেই রাতেই নেমে আসে আতঙ্ক—দরজায় কড়া নাড়ে ১০-১২ জনের এক ডাকাত দল। তারা অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়।
বিধান কুমার রায়ের দায়েরকৃত মামলায় (মামলা নং-০৪, তারিখ-২২/০৭/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) তদন্তে নামে খোকসা থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় চিহ্নিত হয় মূল পরিকল্পনাকারী মোঃ শান্ত মন্ডল (২০), পিতা-মোঃ মতিয়ার মন্ডল, গ্রাম-বশোয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্ত ডাকাতির দায় স্বীকার করে জানায়, সে বিয়ের আগে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিল এবং তখনই ভেতরের তথ্য জেনে দলবল নিয়ে ডাকাতি করে। শুধু তাই নয়, শান্ত এর আগেও খোকসার অসিত পালের বাড়িতে ডাকাতি করেছিল, যেখানে সে আদালতে স্বীকারোক্তিও দিয়েছিল। তার বিরুদ্ধে রয়েছে ২টি ডাকাতি, ২টি হত্যা এবং ১টি পালাতক মামলা।
শান্তকে গ্রেফতার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী গ্রহণ করা হয়েছে। অন্য ডাকাতদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে। খোকসা থানার পেশাদার তদন্ত ও নিরলস চেষ্টায় এই ভয়ঙ্কর ডাকাত চক্রের মুখোশ উন্মোচন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।