আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান এবং শোক প্রস্তাব পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মানুন।
তিনি বলেন, ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থী, শিক্ষক এবং একজন সাহসী পাইলটসহ অসংখ্য মূল্যবান প্রাণের অকাল মৃত্যু জাতিকে স্তব্ধ করে দিয়েছে।
প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকের সময়ে আপনাদের পাশে আছি, এবং প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে ধৈর্য ও শক্তি দেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন সকল শহীদ আত্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।
এ সময় তিনি মাইলস্টোন দুর্ঘটনায় বিদ্যালয়ের দুই নারী শিক্ষিকার বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মাহুতির কথা স্মরণ করে তাঁদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন, পাঠাগার সম্পাদক সুরজ আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মো. লাইক, সিরাজুল ইসলাম রনি ও মিডিয়া ব্যক্তিত্ব অলিউর রহমান বাবু প্রমুখ।
দোয়া মাহফিলে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর এম আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য হাসানী’র পরিচালনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন