২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

ডিবি’র অভিযানে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, “তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়া খায়রুল হক ২০১১ সালে অবসর গ্রহণ করেন। তার কার্যকালে ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক না বলে রায় দেওয়া, আগাম জামিনের এখতিয়ার সীমিতকরণসহ বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাকে “বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর” আখ্যায়িত করে বিচারের দাবি জানায়।

খায়রুল হকের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান ত্রয়োদশ সংশোধনী মামলার রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন এবং এরপর থেকে প্রকাশ্য জীবন থেকে দূরে সরে যান।

এই গ্রেফতারের ঘটনায় আইনজীবী ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে বিচার বিভাগীয় স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি দীর্ঘদিনের জবাবদিহিতার প্রক্রিয়া। ডিবি সূত্রে জানা গেছে, খায়রুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top