নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নিজ বাসভবনে ফিরেছেন। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছান ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ‘ফিরোজা’ নামের বাসভবন থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপির এই নেত্রী। গত কয়েক মাস ধরে তিনি নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন। এই পরীক্ষা-নিরীক্ষাকে তার চলমান চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।