২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসরাইলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হত্যাচেষ্টার অভিযোগে সত্তরোর্ধ্ব নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

ইসরাইলি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক সত্তরোর্ধ্ব নারীকে গ্রেফতার করেছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় এই নারীকে অভিযুক্ত করা হয়েছে নিজ হাতে বিস্ফোরক তৈরি এবং নেতানিয়াহুর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টার।

ইসরাইলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ তদন্তে জানা গেছে, অভিযুক্তা নেতানিয়াহুকে লক্ষ্য করে হামলা চালাতে সরকারবিরোধী কর্মীদের সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহেরও চেষ্টা করেছিলেন। দুই সপ্তাহ আগে তাকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তার ওপর সরকারি স্থাপনায় প্রবেশ ও প্রধানমন্ত্রীর নিকটবর্তী হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, আদালতের নির্দেশে অভিযুক্তার পরিচয় ও ঠিকানা গোপন রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বুধবার কিছু তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়। ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন জানিয়েছে, বৃহস্পতিবার তার বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র’ এর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

এই ঘটনায় ইসরাইলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সরকারবিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। লাহাভ-৪৩৩ ইউনিটের আন্তর্জাতিক অপরাধ বিভাগ এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top