নিজস্ব প্রতিনিধি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি লিখেছেন, *‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।’*
উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধন করে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার বিধান চালু করে। এরপর ২০১৭ সালে প্রথমবারের মতো দলীয় প্রতীকের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন পুনরায় দল-নিরপেক্ষ প্রক্রিয়ায় ফিরে যাচ্ছে।
এ সংশোধনীর ফলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা এখন থেকে নিজেদের ব্যক্তিগত পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক প্রতীক ব্যবহার করতে পারবেন না। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর প্রভাব কমিয়ে নির্বাচনকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে সহায়তা করবে।