২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি:

সরকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষক মেহরিন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)-কে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। উপস্থিতরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন এবং বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করবে ধর্ম মন্ত্রণালয়।

বৈঠকে নিহত শিক্ষকদের পরিবার ও আহতদের চিকিৎসা সহায়তায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করবে। সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতা ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় স্কুলের দুই শিক্ষকসহ মোট ৩২ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হন। ঘটনাটি দেশজুড়ে শোক ও সমবেদনার সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top