নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে। নিষিদ্ধ ঘোষিত দলটির পলাতক নেতারা প্রকাশ্যে ও গোপনে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে অভিযোগ উঠেছে।
সরকারি সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উচ্চপর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেকোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে হবে। সাম্প্রতিক উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা এবং সচিবালয়ের সামনের সংঘর্ষকে কাজে লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। গত মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে সংঘর্ষের সময় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে। গুলিস্তান থেকে ককটেলসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া সচিবালয় সংলগ্ন এলাকা থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগানদাতা শাকিল মিয়া শাক্কুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য জড়িতদেরও শনাক্ত করা হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, জুলাই-আগস্টে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা দেখা যাচ্ছে। অন্যদিকে, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বর্তমান সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। সেখান থেকে তিনি নিয়মিত অডিও বার্তা দিয়ে অনুসারীদের সংগঠিত করছেন। তার নির্দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা পূর্ণিমা দাস সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “ভুল তথ্য ছড়াবেন না। মানুষের আবেগ নিয়ে খেলবেন না।”
বর্তমান সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে, যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রস্তুত থাকতে হবে।