নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় অনুষ্ঠিত এক শোক র্যালি ও সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তীব্র ভাষায় মন্তব্য করেছেন, “যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল, তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে।” বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদসহ শহীদদের স্মরণ করেন।
পরদিন বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সারজিস আলম এই বক্তব্যের পুনরুল্লেখ করেন। তিনি এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের মতো বিপ্লবীদের আত্মত্যাগই কুমিল্লার ইতিহাসকে সমৃদ্ধ করেছে।”
এনসিপির নেতৃত্বাধীন জুলাই পদযাত্রার অংশ হিসেবে সারজিস আলম ও তার সহকর্মীরা বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা সফর করেন। এই সফরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং দলের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।