২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানানোর বাধ্যবাধকতা চালু

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকার ফৌজদারি কার্যবিধিতে গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে, যেখানে এখন থেকে কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীকে বিষয়টি জানাতে হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনী অনুমোদিত হয়েছে।

বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন নিয়মে গ্রেফতারের পর থানায় নিয়ে যাওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মীয়-স্বজন বা আইনী প্রতিনিধিকে অবহিত করতে হবে এবং কোনো অবস্থাতেই এই সময়সীমা অতিক্রম করা যাবে না।

বর্তমানে বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে ব্যক্তিকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হয়। এছাড়া হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশনায় গ্রেফতারের সঙ্গে সঙ্গেই পরিবারকে জানানোর বিধান থাকলেও বাস্তবে এর প্রয়োগ সীমিত ছিল। নতুন এই সংশোধনী নাগরিক অধিকার সুরক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সিদ্ধান্ত নাগরিক স্বাধীনতা রক্ষা এবং স্বচ্ছ পুলিশিং প্রক্রিয়া নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সংশোধিত বিধানটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তি ও তার পরিবারের সাংবিধানিক অধিকার আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top