নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে এক যুবক নারীর পোশাকে ছদ্মবেশ ধারণ করে রোহিঙ্গা শিবিরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের তল্লাশিতে ধরা পড়েছেন। বুধবার (২৩ জুলাই) রাতে হ্নীলা ইউনিয়নের শালবাগান তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি রশিদ আহমদ (২৭) টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বোরকা, হিজাব ও মোজা পরিহিত অবস্থায় রশিদ তল্লাশি চৌকি পার হওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার অসংলগ্ন উত্তর এবং পুরুষের কণ্ঠস্বর শুনে পুলিশ সতর্ক হয়। পরে বোরকা খুলে পরীক্ষা করলে তার আসল পরিচয় প্রকাশ পায়।
পুলিশ সূত্রে জানা যায়, রশিদ সম্ভবত আশ্রয় শিবির থেকে বের হয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ছদ্মবেশে শিবিরে ফিরে আসছিলেন। বর্তমানে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।