মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
“কিশোর-কিশোরীদের হাত ধরেই বাল্যবিবাহ ও মাদকমুক্ত হবে কিশোরগঞ্জ। অভিশপ্ত ব্যাধিমুক্ত একটি উন্নত, মানবিক, রোল মডেল কিশোরগঞ্জ গঠনে তারাই হবে পথপ্রদর্শক।” — এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত “শিশুশ্রম, বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিকমুক্ত কিশোরগঞ্জ গঠন” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি-কস্তা।
সভায় আরও বক্তব্য দেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের জেলা ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মণ,
প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি আবু হাসান শেখ প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় ‘বাল্যবিবাহকে না বলুন’ লেখা লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে শপথ গ্রহণ করেন উপস্থিত সবাই।
অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগ হিসেবে ৩,৫০০ শিশুকে দেওয়া হয় বাল্যবিবাহবিরোধী স্লোগানযুক্ত একটি করে ছাতা ও দুটি করে খাতা।এছাড়াও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে হারমনিয়াম, ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, কেরামসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকার জন্য একটি যুব সংগঠনকে পুরস্কৃত করা হয়।