সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আদমদীঘিতে বেডোর কর্মকান্ড উপস্থাপন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তরিকুল ইসলাম জেন্টু ও এনএসডিএস সংস্থাকে তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আব্দুল আলীম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, হিটলু, সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকার, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, এনজিও ফোরামের সভাপতি কাওছার আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ শাম্মী আক্তার ও শিবনাথ চন্দ্র পাল।